প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৪:৫৮:২২ প্রিন্ট সংস্করণ
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদুতে “আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪” পালিত হয়েছে।
৯ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে “আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪” উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রান্ত থেকে দুর্নীতি বিরোধী একটি
মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে শেষ হয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায লংগদু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মাওলানা ফোরকান আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোঃ কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ ফেরদৌস আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রবীন সাংবাদিক মোঃ এখলাস মিঞা খান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মুছা তালুকদার, রাবেতা মডেল উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম, লংগদু প্রেসক্রাবের সাধারণ সম্পাদক মতো আলমগীর হোসেনসহ প্রমুখ্য।
অনুষ্টানে উপজেলা একাডেমি সুপারভাইজার, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন বিদ্যালযের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দূর্নীতি প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের সকল মানুষের অংশ গ্রহনের মাধ্যমে একটি দূর্নীতি মুক্ত সুন্দর দেশ গড়া সম্ভব হবে। আমরা দেখতে পাই সমাজের কিছু মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রশাসনকে দুর্নীতির কাজে সহযোগিতা করে আসেন। ফলে প্রশাসনের কিছু ব্যক্তি দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে।