প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৫:৪৯:০০ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চতুর্থ অর্থনৈতিক শুমারীর মূল শুমারী কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য স্যগ্রহকারীদের চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
৮ ডিসেম্বর (সোমবার) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চতুর্থ অর্থনৈতিক শুমারী ২০২৪ এর মূল শুমারীর তথ্য স্যংগ্রহকারী ও সুপারভাইজারদের চারদিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়। লংগদু উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রম গত শুক্রবার সকাল নয়টায় উপজেলার লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তন, মাইনীমুখ মডেল হাই স্কুল, উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয় ও গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এই চারটি ভেন্যুতে শুরু হয়। আজ সমাপনী দিনে মূল শুমারী কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের পরিচয়পত্র, ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ, মার্কার, প্যাড ও ট্যাব প্রদান করা হয়।
উল্লেখ্য যে, চতুর্থ অর্থনৈতিক শুমারীর মূল পর্বে জোন-১ মাইনীমুখ ও লংগদু ইউনিয়নে ৪২ জন গণনাকারী, ৮ জন সুপারভাইজার, জোন-২ আটারকছড়া ও কালাপাকুইজ্যা ইউনিয়নে ২৮ জন গণনাকারী, ৬ জন সুপারভাইজার, জোন-৩ বগাচতর ও ভাসান্যাদম ইউনিয়নে ৩০ জন গণনাকারী, ৬ জন সুপারভাইজার এবং জোন-৪ গুলশাখালী ইউনিয়নে ১০ জন গণনাকারী ও ২জন সুপারভাইজার তথ্য সংগ্রহের কাজ করবেন।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার রশীদ চৌধুরী জানান, চতুর্থ অর্থনৈতিক শুমারীর মূল শুমারীতে লংগদু উপজেলায় চারটি জোনের আওতায় ১১০ জন তথ্য সংগ্রহকারী, ২২ জন সুপারভাইজার, ৪ জন আইটি সুপারভাইজার, ৪ জন জোনাল অফিসার ও একজন সমন্বয়কারী রয়েছেন।