দেশজুড়ে

রায়পুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৬:১১:২২ প্রিন্ট সংস্করণ

রায়পুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় সরকারি মাচ্চেন্টস একাডেমির মাঠে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।

এরপর এ উপলক্ষ্যে সমাজ সেবক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, কর্মকর্তা, সেনা সদস্য, সমন্বয়কারী ও পুলিশে অংশগ্রহনে হায়দরগন্জ সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়েছে।

রায়পুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন রফিকুল হায়দার চৌধুরী।

সভায় কমিটির সাধারন সম্পাদক ও শিক্ষক আবু সায়েদ চৌধুরী সায়েমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌহিদুল ইসলাম, মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন শাকিল, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, মাহমুদুর রহমন সানী, শিক্ষক সোমা ভৌমিক, সদস্য- মেহেদী হাসান জিয়ন ও উপজেলা সমন্বয়ক জোবায়েদ আল ইয়াসিন প্রমুখ।

আলোচনায় বক্তরা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। শিক্ষক, মসজিদের ইমামগণ এ ব্যাপারে আলোচনা করতে পারেন। ধর্মীয় সঠিক চর্চা করতে হবে। নিজ থেকে পরিবর্তন শুরু করতে হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য সকলকে স্বেচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিবাজদের ঘৃনা করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করলে শিক্ষার্থীরা শিখতে পারবে।

আরও খবর

Sponsered content