চট্টগ্রাম

চট্টগ্রামে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৬:৫১:৫৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় নাছিমা আক্তার নামে এক নারী খুনের ঘটনায় তার স্বামী মো. নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরেই এ হত্যাকান্ডে বলছে পুলিশ। গ্রেপ্তার নাছির আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে।

রবিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের আনোয়ারা থানার গুণদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ৭ ডিসেম্বর রাতে নগরের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নাছিমা আক্তারের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মূলত পারিবারিক কলহের জের ধরে গত ২ নভেম্বর রাতে আসামি নাছির তার স্ত্রীকে হত্যা করেছে। হত্যার পর তিনি ঘর তালাবদ্ধ করে বাড়িতে পালিয়ে যান।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘নাছিরের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের দুটি মামলা রয়েছে। স্ত্রী হত্যার ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’

আরও খবর

Sponsered content