প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৪ , ৩:৩৩:২৩ প্রিন্ট সংস্করণ
আশুলিয়ায় যুব সমাজকে ফুটবল খেলায় উদ্বুদ্ধকরণে খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে আশুলিয়ার দেওয়ান ইদ্রিস স্কুল এন্ড কলেজে জিরাবো ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত এই ফুটবল খেলার মাঠটি উদ্বোধন করা হয়।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এই মাঠটি উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশের আয়োজনে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরকার ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্লা।
ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান, যুবদল নেতা মোঃ রিপন শিকদার, বিএনপি ও তার সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি খেলার মাঠটির সৌন্দর্য বর্ধনে চারপাশে ফলজ সহ নানা জাতের বৃক্ষ রোপণ করেন।