দেশজুড়ে

বড়াইগ্রামে প্রেসক্লাবের উদ্যোগে বুদ্ধিজীবি দিবস পালিত

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৪ , ৫:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রামে প্রেসক্লাবের উদ্যোগে বুদ্ধিজীবি দিবস পালিত

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ প্রেসক্লাব ও বড়াল প্রেসক্লাব এর যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বনপাড়াস্থ বড়াল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা সাধারণ সম্পাদক সুরুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সহ সভাপতি এস.এম আইনুল হক ও ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাহাবুল আলম, অর্থ সম্পাদক এস.এম শাহীন আলম, বড়াল প্রেসক্লাবের  যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম জাহাঙ্গীর প্রাং ও মঞ্জুরুল হক সুজন।

এ সময় সাংবাদিক সৈকত আহমেদ, সোহেল রানা, সুমী পারভীন সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content