দেশজুড়ে

মোরেলগঞ্জে ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে ১১৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৪ , ৭:১৪:৪০ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে ১১৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

বাগেরহাটের মোরেলগঞ্জে ফাতেমা-হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে ১১৩ জন শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি পুরুস্কার ও ২৫ জন সাফল্য অর্জনকারি শিক্ষার্থীকে সনদ, নগদ অর্থ প্রদান করা হয়েছে।  
শনিবার বিকেল ৫টায় হোগলাপাশা ইউনিয়নের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেধা বৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেন ফাতেমা-হোসাইন ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম। খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের উপধ্যক্ষ মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সম্মিলনী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজ শাহ্ ফকির।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ফাতেমা ফাউন্ডেশনের সদস্য হোগলাপাশা ইউপি চেয়ারম্যানের সহধর্মীনি এ্যাড. সাবরিনা হোসাইন ফরিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আবুল বাসার খান।
প্রতিবছরের ন্যায় এবছরও এ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বনগ্রাম, হোগলাপাশা ও রামচন্দ্রপুর ইউনিয়নের ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ে ১১৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে থেকে ২৫ জন সেরা মেধাবিকে পরীক্ষায় প্রথম স্থান অধিকারী তাসফিয়া ইসলাম ইসা ৮ হাজার, দ্বিতীয় স্থান সৌহার্দ সোমাদ্দারকে ৭ হাজার ও  তৃতীয় স্থান অধিকারী তীর্থ হালদারকে ৬ হাজার টাকা নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। এ ছাড়াও বাকি ২২ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে পরীক্ষায় অংশ গ্রহনকারি সকল শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদেরকে নতুন বছরের ডায়রী ও একটি করে মগ বিতরণ করা হয়।  
 
এ সর্ম্পকে ফাতেমা-হোসাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক হোসাইনের ভাই হোগলাপাশা ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম ফরিদ বলেন, ২০০৭ সাল থেকে ফাতেমা-হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে হোগলাপাশা ইউনিয়নসহ পার্শ্ববতী ইউনিয়নগুলোর প্রাথমিক বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থীদের  এ মেধা বৃত্তি অনুষ্ঠান শিক্ষা উপকরন বিতরণ করে আসছেন। এ ছাড়াও ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক হোসাইন নিজ অর্থায়নে প্রতিবছর দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। 

আরও খবর

Sponsered content