ঢাকা

পিকে হালদারের বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২১ , ১২:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক: 

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের বান্ধবী অবান্তিকা বড়ালকে তিন দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে আনা হয়।

রিমান্ডে দুদক উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল অবান্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল গত ১৩ জানুয়ারি ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে অবান্তিকা বড়ালকে গ্রেফতার করে দুদক কার্যালয়ে নিয়ে আসে। এরপর আদালতের কাছে রিমান্ড আবেদন করলে আদালত অবন্তিকা বড়ালের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পিকে হালদারের সঙ্গে যোগসাজশে অসৎ উদ্দেশে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে অবান্তিকা বড়ালের বিরুদ্ধে।

আরও খবর

Sponsered content

Powered by