প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৪ , ৫:৪৭:২৫ প্রিন্ট সংস্করণ
মোরেলগঞ্জে পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩ টার বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এর বাস ভবনে পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মোরেলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইনলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। পৌর বিএনপি যুগ্ন আহবায়ক বদিউজ্জামাল মহারাজ, ফারুক হোসেন সামাদ, সাবেক ছাত্রদল নেতা শামীম আহসান ফকির,আসাদুজ্জামান মিলন,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দলের আহবায়ক মশিউর রহমান শফিক, থানা বিএনপি যুগ্ন-আবায়ক রাসেল ফকির, পৌর যুবদলের যুগ্ল আহবায়ক আব্বাস মুন্সি, পল্লী চিকিৎসক দলের নেতা ডা. রমিজ উদ্দিন, বিএনপি নেতা সেলিম মোল্লা, বাদশা হাওলাদার,
কর্মীসভায় সকলকে সংগঠিত থেকে দলকে শক্তিশালী করা ও দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।