ঢাকা

আশুলিয়ায় কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ৪:০১:৪৬ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও বার্ষিক বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। 

শনিবার সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত আশুলিয়ার বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো: খোরশেদ আলম জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের ওয়েলফেয়ারের উদ্যোগে বার্ষিক এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৪৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে তিনটি বিষয় এবং তৃতীয় থেকে অষ্টম শ্রেণিতে পাঁচটি বিষয়ের উপর পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত মাথায় রেখেই এ পরীক্ষার আয়োজন।  

বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটর রায়হান বিল্লা জানান, সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। কোন ধরণের অনিয়ম হচ্ছেনা। অত্যান্ত স্বাচ্ছন্দ্যেই তারা পরীক্ষা দিচ্ছে। আমাদের বিকেএসপি পাবলিক স্কুলও এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। 

এসময় শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: সানোয়ার দেওয়ান, কোষাধ্যক্ষ মো. নাসির আহমেদ, রেনেসাঁ পাবলিক স্কুলের পরিচালক মো: লুৎফর রহমান নয়ন ও এ্যাডভোকেট মো: আজিজ মাহামুদসহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রধানগণ উপস্থিত ছিলেন। 

আরও খবর

Sponsered content