চট্টগ্রাম

পাইপগান পাচারকালে চন্দনাইশে দুই যুবক আটক

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ৭:০৪:২১ প্রিন্ট সংস্করণ

পাইপগান পাচারকালে চন্দনাইশে দুই যুবক আটক

চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত ১১টার সময়  একটি দেশীয় তৈরী পাইপগান সহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন-কক্সবাজারের উখিয়া থানার মরিচ‍্যা পালং এলাকার সোনা মিয়ার ছেলে মোহাম্মদ বাদশা মিয়া (২৫) ও আবুল কালামের ছেলে আব্দুল আজিজ মুন্না (২২)।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১১টার সময় উপজেলার রৌশনহাট বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ গেইটের পশ্চিম পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজার থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসে অভিযান চালিয়ে পেছনের সিটে বসা দুই যুবকের কাছ থেকে ১টি সচল দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন ঘটনার সত‍্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content