দেশজুড়ে

হালদা নদীতে আবারো ডলফিনের মৃত্যু

  প্রতিনিধি ২৪ মে ২০২০ , ৬:০৪:১৮ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে আবারো ডলফিনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে রাউজানের উরকিরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মৃত ডলফিন ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটি স্থানীয় লোকজনের সহায়তায় মাঠিচাপা দেন।

এ পর্যন্ত হালদা নদীতে ২৫টি ডলফিনের মৃত্যু হয় বলে জানা গেছে। হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, বাহ্যিক লক্ষণ দেখে মনে হচ্ছে মাছ ধরার জালে আটকে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটি ৭ ফুট ১ ইঞ্চি দৈর্ঘ্যের এবং ওজন আনুমানিক ৭০-৮০ কেজি। এটি এযাবত কালের মারা যাওয়া সবচেয়ে বড় সাইজের ডলফিন।

আরও খবর

Sponsered content

Powered by