প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৫:১৭:৩১ প্রিন্ট সংস্করণ
অধিকাংশ সময়ে রুগীদের জরুরি চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নিতে হয় জেলার বাইরে চট্টগ্রাম সহ রাজধানী ঢাকাতে।
অনেক ক্ষেত্রেই হাসপাতাল গুলো হতে তাৎক্ষণিক ভাবে এম্বুলেন্স সেবা পেতে ভোগান্তিতে পড়েন গরীব,অসহায় রুগীদের পরিবারের সদস্যরা।
এসব ভোগান্তি লাঘবের জন্য বান্দরবান পৌর এলাকায় বসবাসকারী গরীব অসহায় রোগীদের চিকিৎসা সেবা গ্রহণে তাৎক্ষণিক ভাবে এম্বুলেন্স সেবা প্রদানের লক্ষ্যে “নাগরিক সেবা” নামে ফ্রী এম্বুলেন্স সেবা চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবুর রহমান।
রবিবার(২২ ডিসেম্বর) সকালে জেলা পরিষদের সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “নাগরিক সেবা” নামে এই এম্বুলেন্স সেবার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় প্রধান অতিথি বলেন পৌর এলাকার সাধারণ নাগরিকরা যাতে চিকিৎসা সেবা নিতে পারে, উপকৃত হয় সেই লক্ষ্যে এম্বুলেন্স সেবা প্রদানের যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে এ জন্য নাগরিক পরিষদ ও কাজি মজিবুর রহমানকে ধন্যবাদ জানাই।এ ধরনের সামাজিক উন্নয়ন মূলক কাজে তিনি সকলকে এগিয়ে আসারো আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের কর্নেল জিএস,আসাদুল্লাহ জামশেদ,জেলা পরিষদের সদস্য,এডভোকেট আবুল কালাম,মোঃ নাছির উদ্দীন,খুরশিদা ইসহাক,মাধবী মারমা।এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতাকর্মীরা।