ঢাকা

মাদারীপুরে ৩’শ প্রতিবন্ধী ও অটিষ্টক শিশু পেল শীতের কম্বল, হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২১ , ২:৪৯:২৫ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ৩’শ প্রতিবন্ধী ও অটিষ্টিক শিশু পেল শীতের কম্বল, হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী। বৃহস্পতিবার সকালে মাদারীপুরের প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে এইসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

মাদারীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল আলম সুমন, মাদারীপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক তাপস ফলিয়া, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ও প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. সেলিনা আখতার, মাদারীপুর প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. নাসির উদ্দিনসহ অন্যরা।

প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান সমন্বয়কারী আবীর মাহমুদ ইমরান বলেন, আমরা সারা বছরই মাদারীপুরের প্রতিবন্ধী, অটিষ্টিক শিশুদের বিভিন্ন ধরনের উপকরণ প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকার ৩’শ প্রতিবন্ধী, অন্ধ ও অটিষ্টিক শিশুকে কম্বল বিতরণ করেছি।

আরও খবর

Sponsered content

Powered by