প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৪ , ৫:৪৬:১৭ প্রিন্ট সংস্করণ
বান্দরবানের সুয়ালক ইউনিয়নে এলজিইডি’র বাস্তবায়নাধীন সরকারি প্রকল্প, রামদা খাল পুনঃ খনন,অফিস ঘর নির্মাণ কাজে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবি ও কাজে বাধা দানের প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে সুয়ালক ইউনিয়নের কাইচতলী ও তুলাতলী এলাকার জনসাধারণ।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কাইচতলী বাজারে রামদা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করে কয়েক শতাধিক এলাকাবাসী।
এসময় রামদা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি,কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন বলেন এই সমিতির মাধ্যমে অত্র এলাকার শতশত হত দরিদ্র মহিলা,কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।এলাকাবাসী সকলের উদ্যোগে সমিতির মাধ্যমে অত্র এলাকার পানি সমস্যা দূরীকরণ ও কৃষিকাজে পানির অসুবিধা লাঘবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান কার্যালয়ে রামদা খাল পুনঃ খনন প্রকল্পের জন্য আবেদন করা হয়।
তিনি বলেন আবেদনের প্রেক্ষিতে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সহ কাজের অগ্রগতি হলেও বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সন্ত্রাসীদের চাঁদা দাবি পার্শ্ববর্তী এলাকা বাজালিয়া হতে ভাড়ায় তাদের দোষররা প্রকল্পের কাজ না হওয়ার জন্য লোক দেখানো মানববন্ধন করা সহ সংশ্লিষ্টদের ভূল ব্যাখ্যা দেয়ায় প্রকল্পটিন এখনো বাস্তবায়নের মুখ দেখতে পায় নি।
এসময় প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,বান্দরবান সহ সংশ্লিষ্ট দপ্তর ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণেরো দাবী জানানো হয় মানববন্ধন থেকে।
এসময় বক্তারা আরো বলেন এলাকায় পানির সমস্যা দূরীকরণের পাশাপাশি,চাষাবাদের উন্নয়নের মাধ্যমে এলাকায় বসবাসকারী জনসাধারণের জীবন-মন উন্নয়নের জন্য অতি দ্রুত সময়ের সুইচ গেইট টি নির্মাণ এলাকার মানুষের প্রণের দাবী।
মানববন্ধনে বক্তব্য রাখেন রামদা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক, আবুল মাসুদ,মহিলা সদস্য, জুলেখা বেগম সহ এলাকার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি বৃন্দ সহ।