চট্টগ্রাম

মিরসরাইয়ে দুটি আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার 

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৪ , ৬:৩৪:৪৮ প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ে দুটি আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে দেশীয় তৈরী ২টি আগ্নেয়াস্ত্র, পিস্তলের ম্যাগাজিন, কার্তুজ সহ অস্ত্রব্যবসায়ী মো. বাহারকে (৫০) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সালাউদ্দিনের খামার এলাকার রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এসময় আরো ৫ অস্ত্র কারবারি পালিয়ে যায়। পালিয়ে যাওয়া অস্ত্র কারবারির মধ্যে অর্থনৈতিক অঞ্চলের চাঞ্চল্যকর রফিক হত্যা মামলার আসামি ও ছিল বলে জানা গেছে। 

অস্ত্রসহ আটককৃত পঞ্চাশ উদ্ধ বাহার উপজেলার ১০ মিঠানালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রহমাতাবাদ এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায় সে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, বুধবার রাত ১টায় এসআই (নিঃ) হাবিবুর রহমানের নেতৃত্ব জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী বিলের মধ্যে সালাউদ্দিন এর খামারের পাশে কাঁচা রাস্তার উপর অভিযান চালানো হয়। এসময় মোঃ বাহারকে ১টি নেভি ব্লু হ্যান্ডব্যাগের ভিতর ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র পাইপ গান, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি বার বোর শর্ট গানের তাজা কার্তুজ এবং অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত ১টি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা সহ গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিক্সায় থাকা ৪ জন আসামী দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়। এঘটনায় গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। মো. বাহারকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content