দেশজুড়ে

দুপচাঁচিয়ায় হোমিওপ্যাথিক আর্সেনিকাম এ্যালবাম-৩০ বিতরণ

  প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৭:৫৮:৩৬ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে সংকটময় এই সময়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে ও বিজয় রক্তদান সংস্থার সহযোগিতায় হোমিওপ্যাথিক আর্সেনিকাম এ্যালবাম-৩০ ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে পৌর এলাকার বুড়া কালীতলা মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। উদ্বোধকের বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয় রক্তদান সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, করোনা ও দুপচাঁচিয়া পরিস্থিতি কমিটির সমন্বয়ক ফজলে রাব্বি শেখ ও বিজয় রক্তদান সংস্থার সদস্যবৃন্দ। 

আরও খবর

Sponsered content

Powered by