প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৪ , ৭:৫৪:৩২ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার চৌদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্তার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় এক প্রতিবাদ বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হেমায়েত বাহিনী মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধনের আয়োজন করে কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা- তৈয়াবুর রহমান সরদার, মোদাচ্ছের হোসেন ঠাকুর, মান্নান শেখ, আতিয়ার রহমান মোল্লা, আলাউদ্দিন তালুকদার, সুধা রঞ্জন রায়, হরলাল বিশ্বাস।
এসময় বীর মুক্তিযোদ্ধা- মতিয়ার রহমান শেখ, বাদশা মিয়া তালুকদার, গৌরাঙ্গ ওঝা, মুজিবুর রহমান, এছহাক ফকির, আব্দুর রাজ্জাক শেখ, মুক্তিযোদ্ধা প্রজন্ম শাহ আলম মিয়া সহ বীর মুক্তিযোদ্ধা, শহীদ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম ও নানা শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।