প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ৬:০৭:৩১ প্রিন্ট সংস্করণ
রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলায় জেঁকে বসেছে প্রচন্ড ঠান্ডা বাতাস আর শীত দাপট । ঘন কুয়াশা আর হাড় কাপানো শীতের ঠান্ডায় কাবু করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। অবশেষে তাদের পাশে দাঁড়িয়েছেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কফিল উদ্দিন মাহমুদ ।
সোমবার (৩০ ডিসেম্বর ) লংগদু উপজেলার সদরের মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং নিম্ন আয়ের মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কফিল উদ্দিন মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নাছির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা সহ প্রমূখ্য।
লংগদু মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মুফতি মাওলানা মোঃ ওবায়দুল্লাহ আহরার বলেন, আমরা প্রতি বছর কম-বেশী সরকারী ভাবে শীত বস্ত্র(কম্বল) পেয়ে থাকি। তবে এ বছর স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের এখানে উপস্থিত হওয়ায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। এসময়ে কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন, এলাকার গরিব-দুঃখী ও খেটে খাওয়া মানুষ।
উপজেলা নির্বাহী মোঃ কফিল উদ্দিন মাহমুদ বলেন, প্রচন্ড শীতে নিম্ন আয়ের মানুষ যেন শীত নিবারণ করে কিছুটা উষ্ণতা পায়। এ জন্য মাননীয় জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় আমরা লংগদু উপজেলার প্রশাসন, ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-সহ বিভিন্ন দপ্তরের অফিসারগনকে সাথে করে এই কম্বল বিতরণ করা হয়েছে। আজ এতিম খানায় ৩০ পিস কম্বল দেওয়ার মাধ্যমে কার্যক্রমের শুরু হলো। প্রত্যান্ত এলাকায় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে অসহায় মানুষের কাছে কম্বল পৌঁছে দেওয়া হবে।