প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৫ , ৩:৪৮:০৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি থানা কমপাউন্ডের পতিত জমিতে বিভিন্ন পদের শাক-সবজি চাষ করেছেন। এতে থানা কম্পাউন্ডের পতিত জমির সদ্ব্যবহার ও সবুজ শ্যামল মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আগে সেসব জায়গা ঝোপজঙ্গলে পরিপূর্ণ ও নোংরা ছিল সেসব যায়গা এখন সবুজে পরিপূর্ণ।
মূল ভবনের দক্ষিণ ও পূর্ব পাশের পতিত জমির ঝোপজঙ্গল পরিষ্কার করে ওসির উদ্যোগে টমেটো, ঢেঁড়স, বোম্বাই মরিচ, দেশি কাঁচা মরিচ, বেগুন, শসার মত সবজির পাশাপাশি রোপণ করা হয়েছে শতাধিক পেপে গাছ। যেগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। ফরাস শিম, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, ধনিয়া পাতা ও মিষ্টি কুমড়ার মত নানা রকমের শাক-সবজির আবাদ করায় থানায় কর্মরত পুলিশ সদস্যদের সবজির চাহিদা মিটানোর পাশাপাশি থানা কম্পাউন্ডে সবুজের সমারোহে সৌন্দর্য বৃদ্ধি করছে।
ওসি ইমরান আল হোসাইন বলেন, গত ১৬ সেপ্টেম্বর চন্দনাইশ থানায় যোগদান করার পর রাতে দায়িত্বভার গ্রহণ করি। সকালে উঠে দেখি থানা কম্পাউন্ড ঝোপজঙ্গলে ঘেরা। জঙ্গল থেকে সাপ বের হতে দেখে তাৎক্ষণিক শ্রমিক নিয়োজিত করে জঙ্গল পরিষ্কার করে ফেলি। পরে ভাবলাম এখানে বিভিন্ন পদের শাক-সবজি চাষ করলে যায়গাটা পরিষ্কার থাকবে এবং থানার ম্যাচের জন্য বাইরে থেকে সবজি কিনতে হবে না। এতে পুলিশ সদস্যদের খাবারের খরচও কমবে। সপ্তাহে একদিন সবাই মজা করে এগুলো পরিচর্যা করি।