রংপুর

তেলের চাহিদা মেটাতে আমদানি হচ্ছে সরিষা

  প্রতিনিধি ২২ মে ২০২২ , ৫:৪৪:৫৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ ভারতের রাজস্থান থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে এই প্রথম সরিষার আমদানি শুরু হয়েছে। রোববার দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ। তেলের চাহিদা মেটাতে সরিষা আমদানি করা হচ্ছে বলে জানা গেছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে তেলের দাম বৃদ্ধি এবং চাহিদা থাকায় ভারত থেকে সরিষা আমদানি করছেন আমদানিকারকরা। প্রতি কেজি সরিষা ১০০ টাকা দরে বন্দরেই বিক্রি করছেন তারা।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে ১৮টি ট্রাকে প্রায় ৫৩৭ মেট্রিক টন সরিষা আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আরও খবর

Sponsered content

Powered by