ঢাকা

মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনওকে বিদায় সংবর্ধনা

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৫ , ৪:৫৭:০৩ প্রিন্ট সংস্করণ

মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনওকে বিদায় সংবর্ধনা

মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানকে (অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায়) পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “বিজয়” -এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান।

মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল রোমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক হোসাইন আহম্মেদ, সদস্য মেহের মামুন, পরেশ বিশ্বাস ও ইসমাইল হোসেন পান্নু মাতুব্বর প্রমুখ।

আলোচনা সভাশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি (অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদে প্রাপ্ত) বিদায়ী ইউএনও মো. আজিজুর রহমানকে মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ত্রুেস্ট প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content