ময়মনসিংহ

সরিষাবাড়ীতে ২০টি মোবাইল উদ্ধার 

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৫ , ৬:১১:৩২ প্রিন্ট সংস্করণ

সরিষাবাড়ীতে ২০টি মোবাইল উদ্ধার 

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়ার উপস্থিতিতে উদ্ধারকৃত ২০টি মোবাইল ফোন নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সরিষাবাড়ী থানার এসআই আনোয়ার হোসেন, এসআই অনল, এএসআই মোস্তাক আহমেদ, এএসআই সোহেল ও উদ্ধারকৃত মোবাইল মালিকগণ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন,  তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও খবর

Sponsered content