রাজশাহী

পাঁচবিবিতে নদীর পাড় ভেঙে ঝুঁকির মুখে ব্রিজ

  প্রতিনিধি ৩০ মে ২০২১ , ৪:১৩:৪৯ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী ছোট যমুনা নদীর ব্রিজটির পশ্চিম পাড়ের গোড়ার মাটি পানির স্রোতে ভেঙে ঝুঁকির মুখে পরেছে ব্রিজটি। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি অতিদ্রুত সমস্যার সমাধান চেয়ে এলাকাবাসি ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে নদীর পাড় ভাঙতে শুরু করে। খবর পেয়ে শনিবার দুপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজটি সরেজমিনে পরির্দশন করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইযুম, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু ও বিপ্লব চৌধুরী।

বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর জেলা অফিসের তত্ত্বাবধানে সম্প্রতি নদীটি পুনঃখননের কাজ শুরু করলেও এখনও চলমান আছে।

উপজেলা প্রকৌশলী আব্দুল কাইযুম বলেন, নদীর পাড় ভেঙে গেলেও ব্রিজের উপর দিয়ে চলাচলে কোন প্রকার সমস্যা নেই। তবে অতিদ্রুত নদীর পাড়টি আবার বাঁধার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

 

 

আরও খবর

Sponsered content

Powered by