চট্টগ্রাম

দেবিদ্বারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আনন্দ মিছিল 

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৫ , ৬:১৪:১৭ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আনন্দ মিছিল 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির নেতৃত্বে, কুমিল্লার দেবিদ্বারে জেলা ও উপজেলা এবং পৌর ছাত্রদলের উদ্যোগে বিশাল র‍্যালী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার পহেলা জানুয়ারী দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে র‍্যালীটি বের হয়ে স্লোগানে স্লোগানে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন সোহেল, দেবিদ্বার উপজেলা ছাত্রদলের আহবায়ক শুভ হাজারী ও সদস্য সচিব নাজমুল সরকার এবং সিনিয়র যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম ও সদস্য সচিব জসিম উদ্দিন, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সাদেক হোসেন ও সদস্য সচিব নাজমুল হাসান সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content