চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৫ , ৬:৫৮:৫৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরীতে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম নগরীর ১৪ নং লালখাঁন বাজার উত্তর ওয়ার্ডের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ। লালখাঁন বাজার উত্তর ওয়ার্ডের উদ্যোগে শীতার্তদের মাঝ শীতবস্ত্র উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মাদ আলমগীর ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামরুল হুদা, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দিলাওয়ার হুসাইন, ১৪ লালখাঁন বাজার প্রশাসনিক ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মাদ আনোয়ারুল করিম, উত্তর ওয়ার্ড সভাপতি মাওলানা আতাউল্লাহ বাহারী, যুব ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

অপরদিকে চকবাজার থানা জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের শীতবস্ত্র উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রীস মামুন, আসাদ প্রমুখ

শীতবস্ত্র উপহার বিতরণকালে নেতৃবৃন্দরা বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কুরআনুল কারীম অনুযায়ী ও রাসূল( সঃ) এর আনুগত্যের মাধ্যমে আমাদের জীবন গঠন ও পরিবার গঠনের আলোকে সমাজে বৈষম্য দূরীকরণের চেষ্টা অব্যাহত রাখা। মানুষের বিপদ আপদে তাদের পাশে দাড়ানোর ব্যাপারে ইসলামের নির্দেশনা রয়েছে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content