রাজশাহী

ধুনটে এসিড সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২০ , ৬:৫৬:৩০ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় চিথুলিয়া গ্রামে রিপা খাতুন নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, গোসাইবাড়ি ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, চিকিৎসক বিপুল হোসেন, সাবেক ইউপি সদস্য সুমন মাহমুদ, ছাত্রলীগ নেতা কানন মিয়া, সমাজসেবক রতন মাহমুদ, সোহাগ মিয়া, রনজু মিয়া প্রমুখ। উল্লেখ, গত ১৭ জুন দুপুরের দিকে উপজেলার চিথুলিয়া গ্রামের আবু তাহেরের স্ত্রী রিপা খাতুনকে প্রতিপক্ষ মাসুদ, আইয়ুব আলী, আব্দুল মোমিন পিন্টু ও বাদশা মন্ডল এসিড নিক্ষেপ করে ঝলসে দেয়। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এসিড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। কিন্তু থানা পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মামলার বাদী আবু তাহের বলেন, মামলার আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন। এ কারণে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মাঝে দিনযাপন করছি। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন বলেন, মামলার এক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার তদন্তকাজ অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by