দেশজুড়ে

বিজয়নগরে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন 

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৫ , ৭:২১:২৮ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন 

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় নববর্ষের শুরুতেই শিক্ষিত বেকারদের বেকারত্ব দূরীকরণে কম্পিউটার ট্রেনিংয়ের শুভ উদ্বোধন হয়েছে।  

২রা জানুয়ারি ২০২৫ ইং বেলা সাড়ে দশটায় বিজয়নগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজুল কবীর এর উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম  দুই মাস ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজুল কবীর জানান, দেশের বেকারত্বের হার কমানোর জন্য শিক্ষিত বেকারদের কর্মস্থল সৃষ্টি করার জন্য গ্রামের ছেলেমেয়েরা শহরে গিয়ে এভাবে সুযোগ করতে পারে না বিদায় ভ্রাম্যমান কম্পিউটার ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গত বছরও ২৪ জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবছর ৪০ জনকে পরীক্ষার মাধ্যমে সিলেকশন করা হয়েছে। দুই মাস ব্যাপী প্রশিক্ষণে মোট ৪২ টি ক্লাস হবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  মো: সাইফুল ইসলাম জানান, বেকারত্বের হার কমানোর জন্য এটা একটা ভাল উদ্যোগ। এ সময় উপস্থিত সকল শিক্ষার্থীর শুভ কামনা করে ভ্রাম্যমান সেন্টার পরিদর্শন করেন।

আরও খবর

Sponsered content