প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৫ , ৩:৫৯:১০ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে ব্যতিক্রমধর্মী নারকেল গাছি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে নারকেল গাছি প্রশিক্ষণের উদ্বোধন করেন, বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, বাগেরহাটের উপপরিচালক শংকর কুমার মজুমদার, প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত প্রমুখ।
পরে প্রশিক্ষণার্থীদের মাঝে নারকেল গাছে ওঠা আধুনিক যন্ত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে নারকেল গাছের বিভিন্ন রোগ ও প্রতিকার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এই নারকেল গাছি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।