চট্টগ্রাম

চট্টগ্রামে যুবলীগ নেতা নাজিম গ্রেপ্তার

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৫ , ৪:৪১:৫৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে যুবলীগ নেতা নাজিম গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী থানা পুলিশের একটি দল উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। নাজিম উদ্দীন হায়দার শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে গত ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে নাশকতা করার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ডাঙারচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content