চট্টগ্রাম

চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৫ , ৫:৫০:৪৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর (উত্তর) বিএনপি’র আহবায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় ক্রীড়া জগতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতা কুক্ষিগত করে দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় রাজনীতিকীকরণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত ও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। আগামী দিনে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে পরিপূর্ণভাবে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

শহীদ জিয়া স্মৃতি সংসদ, সিজিএস কলোনি শাখার উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ খ্রিঃ পরিচালনা কমিটির আহবায়ক এইচ.এম. তৌহিদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হেলাল উদ্দিন এর সঞ্চালনায় ফাইনাল ম্যাচ শুরুর পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সদস্য, বিশেষজ্ঞ প্যানেল, স্বাস্থ্য সংস্কার কমিটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রফেসর ডা. সরকার মাহাবুব আহমেদ শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য এম এস সবুর এবং মো. আবু মুছা।

ফাইনাল ম্যাচে অনির্বান সিজিএস একাদশ বি-ফ্রেশ সুইটস এন্ড ব্রেকার্স, মাদার্শা হাটহাজারীকে ট্রাইবেকারে ৫-৩ গোলে পরাজিত করে, অনির্বান সিজিএস একাদশ চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সেরা গোলদাতা নির্বাচিত হয় অনির্বান সিজিএস একাদশ এর নাইজেরিয়ান স্ট্রাইকার ‘বাকুলা’। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে “সবার আগে বাংলাদেশ” কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে সঙ্গীত পরিবেশ করেন “পপ শিল্পী” মিলা সহ জাসাস এর শিল্পীবৃন্দ।

আরও খবর

Sponsered content