আন্তর্জাতিক

করোনা থেকে সেরে উঠেছে প্রায় ৩১ লাখ ৭০ হাজার মানুষ

  প্রতিনিধি ৪ জুন ২০২০ , ১১:০৮:২৩ প্রিন্ট সংস্করণ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৫ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ১০ হাজার ৫৫৯ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৪ হাজার ২০১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩১ লাখ ৬৮ হাজার ৯২১ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ছয় লাখ ৮৮ হাজার ৬৭০ জন, ব্রাজিলে দুই লাখ ৬৬ হাজার ১৩২, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, রাশিয়ায় এক লাখ ৯৫ হাজার ৯৫৭ জন, জার্মানিতে এক লাখ ৬৭ হাজার ৩০০, ইতালিতে এক লাখ ৬০ হাজার ৯৩৮, তুরস্কে এক লাখ ৩০ হাজার ৮৫২, ইরানে  এক লাখ ২৫ হাজার ২০৬, ভারতে এক লাখ চার হাজার ৭১, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩১৯, মেক্সিকোতে ৭৩ হাজার ২৭১, পেরুতে ৭২ হাজার ৩১৯ এবং ফ্রান্সে ৬৯ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সৌদি আরবে ৬৮ হাজার ১৫৯, কানাডায় ৫১ হাজার ৪৮, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৬০০,  বেলজিয়ামে ১৫ হাজার ৯৫৯, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৬৭২, বাংলাদেশে ১১ হাজার ৫৯০, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৪৯৯, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৬৪০ এবং মালয়েশিয়ায় ছয় হাজার ৫৩১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ৮৭ হাজার ৯১৩ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও খবর

Sponsered content

Powered by