প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৫ , ৮:১১:১৫ প্রিন্ট সংস্করণ
” সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’’ এই প্রতিপাদ্যে সারা দেশের সঙ্গে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আনসার ভিডিপি দিবস-২০২৫ পালিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন, বিপিএম বেলুন ও পতাকা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
এসময় আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট এর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা কার্যালয় হতে রাঙ্গামাটি সদর জোন পর্যন্ত প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য রক্তদান করেন।
এসময়ে আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট বলেন, ‘একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।
তিনি সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য রাঙ্গামাটির সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সার্কেল এ্যাডজুট্যান্ট আনোয়ার জাহেদ এবং বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা-কর্মচারী ও দেড় শতাধিক ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ৫ই জানুয়ারি ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) বা গ্রাম প্রতিরক্ষা দল প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এ বাহিনীর সদস্যরা পার্বত্য জেলা সমুহের বিভিন্ন উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ব্যাটালিয়ন আনসার ও বিজিবি’র সাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।