চট্টগ্রাম

কর্ণফুলীতে ৩৮ চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৫ , ৬:৫৬:২৫ প্রিন্ট সংস্করণ

কর্ণফুলীতে ৩৮ চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে মুঠোফোন চোর চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মুঠোফোন উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার শিকলবাহা জামালপাড়া ও ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি মো. ইমাম হোসেন আতিক (২৬)। চরপাথরঘাটা (২ নম্বর ওয়ার্ড) রমজান আলী শাহ মাজার এলাকার সিদ্দিক আহমেদের বাড়ির নুর হোসেনের ছেলে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জামালপাড়া ও ব্রীজঘাট এলাকায় অভিযান পরিচালনা ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আতিক জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মুঠোফোন ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে আশপাশের এলাকায় চোরাই মুঠোফোন বেচাকেনা করে আসছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, একজন মোবাইল চোরকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে।

আরও খবর

Sponsered content