দেশজুড়ে

বান্দরবান সদরে আব্দুল কুদ্দুছ, আলীকদমে জামাল উদ্দীন চেয়ারম্যান নির্বাচিত

  প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৪:৪২:৫১ প্রিন্ট সংস্করণ

বান্দরবান সদরে আব্দুল কুদ্দুছ আলীকদমে জামাল উদ্দীন চেয়ারম্যান নির্বাচিত

বিপুল উৎসাহ উদ্দীপনারা মধ্য দিয়ে শেষ হয়েছে বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাচন।বান্দরবানে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার ৪৫ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে বান্দরবান জেলা নির্বাচন কার্যালয়।

ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে আব্দুল কুদ্দুস ১৯ হাজার একশত চুয়াল্লিশ ভোট পেয়ে বেসরকারি ভাবে বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৩৬৬ ভোট পেয়েছেন।

এদিকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে ১৩ হাজার ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফারুক আহমেদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া পাখি প্রতীক নিয়ে প্রজ্ঞাসার বড়ুয়া পাপন পেয়েছেন ৭ হাজার ১৮৬ ভোট,তালা প্রতীক নিয়ে মো. মামুনুর রশীদ পেয়েছেন ১ হাজার ৮৪৩ ভোট।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে ৩ হাজার ৪৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মেহাইনু মারমা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীক নিয়ে সানজীদা আক্তার পেয়েছেন ৮৪২ ভোট। নির্বাচনের ফলাফলের বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান প্রশাসনের সার্বিক প্রচেষ্টায় সকলের সহযোগিতায় কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ মূলক একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে চলায় এটা সম্ভব হয়েছে। এদিকে নির্বাচনের ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিজয়ী প্রার্থীরা। এদিকে জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে ২১ টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী দোয়াত কলম প্রতীক নিয়ে জামাল উদ্দীন ৯ হাজার ৭ শত ভোট পেয়ে প্রাথমিক বেসরকারি ভাবে আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মো. আবুল কালাম পেয়েছেন ৭ হাজার ৫১৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে মো. রিটন ৯ হাজার ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কফিল উদ্দিন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৪৭ ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে শিরিনা আক্তার ৮ হাজার ৮৬৮ ভোট পেয়ে প্রাথমিক বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াছমিন আক্তার পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৮২৫ ভোট।

আরও খবর

Sponsered content

Powered by