চট্টগ্রাম

ফটিকছড়িতে বহিষ্কৃত মুহতামিমের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ৭:১০:৫৩ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়িতে বহিষ্কৃত মুহতামিমের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

চট্টগ্রামের ফটিকছড়িতে আল্-জামেয়াতুল ইসলামিয়া আজাদী বাজার মাদ্রাসা হতে দুর্নীতির দায়ে বহিস্কৃত সাবেক মোহতামিম মাওলানা হাবীবুল্লাহ আজাদী কর্তৃক পুনরায় মাদ্রাসা দখলের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ।

রবিবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি আবদুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ই আগষ্ট ২০২৪ দেশের রাজনীতির পট পরিবর্তনের পরে বিভাড়িত মুহতামিম হাবিবুল্লাহ আজাদী কিছু দুষ্টচক্রের সহযোগীতায় বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে মাদ্রাসা দখলের চেষ্টা করলে এলাকাবাসী সজাগ হয়ে উঠে।

এলাকাবাসী ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বরাবর পূর্বের সকল ঘটনা উল্লেখ্য পূর্বক মাওলানা হাবীবুল্লাহ আজাদীর বিরুদ্ধে দরখাস্ত প্রদান করেছিলেন। বিগত ১৭/০৯/২০২৪ইং তারিখ সচেতন ধর্মপ্রাণ মানুষ এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর দরখাস্ত প্রদান করেন। অত্র জামেয়ার নির্বাহী পরিচালক কর্তৃক ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর মাদ্রসা শিক্ষক ও ছাত্রদের জানমালের নিরাপত্তার স্বার্থে স্বারকলিপি প্রদান করেছিলেন।

সার্বিক বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে ইতিপূর্বে কয়েকবার সংবাদ সম্মেলনও করা হয়। বর্তমানে মাওলানা হাবীবুল্লাহ আজাদী, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীরের কন্যার জামাতা হওয়ার কারণে তাহাকে ব্যবহার করে প্রশাসনকে প্রভাবিত করে বেআইনীভাবে মাদ্রাসা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধারাবাহিকতায় বিগত ০৫/০১/২০২৫ ইং তারিখে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় নতুনভাবে শুরা বৈঠক আহ্ববান করার চিঠি প্রেরণ করেন। অথচ নতুনভাবে শুরা বৈঠক আহ্বান করার কোন উপলক্ষ সৃষ্টি হয়নি।

এমতাবস্থায় ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানের স্বার্থে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আদালতে বিবেচনাধীন বিষয়ে সেচ্ছাচারী ও হটকারী কোন সিদ্ধান্তে শুরা বৈঠকের নামে মাদ্রাসা দখলের চক্রান্ত ও বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা বন্ধে সংশ্লিষ্ঠ সকলের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।

এসময় মাদ্রাসা নির্বাহী পরিচালক মাওলানা জাফর উল্লাহ, নুরুল আলম মেম্বার, মোহাম্মদ রফিক, মাও: সোলাইমান, মাও: ইলিয়াছসহ এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content