প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৫ , ৪:৪৯:৪১ প্রিন্ট সংস্করণ
বান্দরবানের আলীকদম উপজেলার চৈখ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় মো. বেলাল (৩০),মো. মিনহাজ (১৮) মো. ছৈয়দ আমিন (৪৫) নামে তিন আরোহী নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে লামা হতে আলীকদমের উদ্দেশ্যে একটি ভাড়ায় চালিয়ে মোটর সাইকেল দুই যাত্রী নিয়ে যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আশা একটি টিএস ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এসময় মোটর সাইকেলে থেকে ছিটকে গিয়ে ড্রাইভার সহ তিন আরোহী ঘটনাস্থলে মারা যায়।
এ বিষয়ে আলীকদম থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বডুয়া বলেন তারাবুনিয়া এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় তিন আরোহী নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত পরে জানাতে পারবো।