ঢাকা

আশুলিয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ 

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৫ , ৫:২৫:৫১ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ 

দেশজুড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের ধারাবাহিকতা অনুযায়ী আশুলিয়ায়ও কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে আশুলিয়ার গাজিরচট আকবর আলী মন্ডল স্কুল এন্ড কলেজ মাঠে থানা কৃষক দলের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়েছে। 

এসময় প্রায় ১ হাজার দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল দেওয়া হয়। প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ। 

ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: কাশেম মিয়া, বিএনপি নেতা মো: ঈমান উদ্দীন ও ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেন। 

ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মো: আনোয়ার হোসাইন, বিএনপি নেতা আবুল কাশেম মুন্সি ও ছাত্রদল নেতা মো: ইমরান সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content