প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৫ , ৫:৫১:১৫ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান প্রতিবছরের ন্যায় এবারও দিনাজপুর ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন উড়িয়ে এবং নৃত্যের তালে তালে ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর আহবায়ক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক বাবু সুনীল চক্রবর্তী, দিনাজপুর ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. রায়হানুল ইসলাম।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও দিনাজপুর ইনস্টিটিউটের সদস্য রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মো. মিজানুর রহমান পাটোয়ারী বাবু, দাদুবাড়ী গ্রান্ড রিসোর্ট এর স্বত্ত্বাধিকারী মো. নাসিরুল্লাহ রানা, মো. ইশতিয়াক আহমেদ, সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার সম্পাদক মো. নুরজ্জামান (জামান), বাবু মানবেন্দ্র দাস মনোজ, মো. শামীম কবির অপু, সৈয়দ মমতাজুল ইসলাম মনতা, শ্যামল কুমার ঘোষ ও মো. আব্দুল মতিন।
ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ এ স্কুল পর্যায়ে, উন্মুক্ত পুরুষ, উন্মুক্ত (পুরুষ ৪৫ উর্ধ্ব) ও মহিলা (উন্মুক্ত দল) এ প্রায় ৭৭টি দল অংশগ্রহন করেছে। খেলা পরিচালনা করেন মো. জাহেদুর রহমান, আবুল কালাম আজাদ, শামীম শেখ, মো. আতিকুর রহমান নিউ, শামসুল আলম, জহির শাহ্ ও মো. আলাউদ্দীন। শেষে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপীর পরিবেশনায় এবং রওনক আরা হক নীপার পরিচালনায় নৃত্য শিল্পীরা মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন।