বরিশাল

ঝালকাঠি বিসিক শিল্পনগরী এখন বিনোদন স্পট

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৬:৫৩:২৮ প্রিন্ট সংস্করণ

আতাউর রহমান, ঝালকাঠি : ঝালকাঠির বিসিক শিল্পনগরী এখন বিনোদন স্পটে রুপান্তরিত হয়েছে। প্রকৃতির এমন অপরুপ সৌন্দর্যের সাজ সাজ লক্ষ্য করা গেছে শরতের নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। এ নিয়ে অনেক কবিতা ও গান রচিত হয়েছে। বাস্তবেও যেন তাই। শরতের সৌন্দর্য এখন দেশের অনেক জায়গায় দেখা যায়। তেমনই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঢাপড় গ্রামে বিসিক শিল্পনগরীতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মিলন-মেলা, তাই তো অনেকেই ছুটছেন সেখানে বিনোদন পেতে। নতুন এ বিনোদন স্পটে দর্শনার্থীরা কাঁশফুলের সাথে মিলেমিশে একাকার হচ্ছেন। ক্যামেরা বা মুঠোফোনে ছবি তোলায় মেতে ওঠেন। আবার অনেক শর্ট ফিল্ম প্রযোজকরা আসেন শর্ট ফিল্ম নির্মাণ করতে। বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রকৃতি যখন তার চিরায়ত রূপ হারাচ্ছে, তখন ঝালকাঠি বিসিক শিল্পনগরী এলাকার মধ্যে তাকালেই দেখা যাবে নীল আকাশের নিচে বাতাসে দোল খায় সাদা কাশফুল। সেই কাশবন যেন হয়ে উঠেছে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি। শরতের বিকেলে রোদ-বৃষ্টির লুকোচুরি উপেক্ষা করে যান্ত্রিক পরিবেশকে পেছনে ফেলে প্রকৃতির কাছ থেকে একটু প্রশান্তি পেতে প্রায়ই কাশবনে ছুটে আসেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এখানকার কাশবন যে কারো মনকে উদ্বেলিত করে। সুগন্ধা নদীর তীর সংলগ্ন এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে ঢুকলেই চারদিকে কাশফুল, নদীর ধারে শরীর-মন জুড়িয়ে দেওয়া বাতাস। তাই দুপুরের তীব্র রোদ উপেক্ষা করে কাশবনে বসে কেউ গল্প করছেন। আবার কেউ নিজের ছবি তুলছেন। আর পড়ন্ত বিকেলের কথা তো বলেই শেষ করা যায় না। ধীরে ধীরে বাড়তে থাকে দর্শনার্থীদের ভীর। কাশবনে আসা দর্শনার্থীরা বলেন, ‘সাদা আর সবুজের মিলনমেলার পাশ দিয়ে বয়ে চলা সুগন্ধা নদীর তীরে ঘুরে বেড়ানোর অনুভূতিই অন্যরকম। সাদা মেঘের সঙ্গে এ কাশফুলের সাদা রং মনকেও সাদা করে দেয়। শরৎ ঝালকাঠি বিসিক শিল্পনগরীকে অপরূপ সাজে সাজিয়েছে।’ তারা আরও বলেন, ‘শরতের বিকেলে রোদ-বৃষ্টির লুকোচুরি উপেক্ষা করে কাশফুলের ছোঁয়া নিতে ছুটে আসছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। সুগন্ধা নদীর তীর সংলগ্ন ঝালকাঠি বিসিক শিল্পনগরীর বালুচর যেন পরিণত হয়েছে সাদা আর সবুজের মিলনমেলায়।’
শরতের এ সময়টাতে সাদা আর সবুজের সাথে একাত্ম হয়ে ছুটে বেড়ায় কোমলমতি শিশু থেকে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও বৃদ্ধরা। থোকা থোকা কাশবন সমতল জনপদ ঝালকাঠি বিসিক শিল্পনগরী এখন নতুন রূপে সাজিয়েছে, এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের মহিমান্বিত মিলনমেলা ।

আরও খবর

Sponsered content

Powered by