চট্টগ্রাম

দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৫ , ৮:১৬:৪৮ প্রিন্ট সংস্করণ

দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত ‘দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে পটিয়া কোলাগাঁও মোহাম্মদ নগর ফুটবল একাডেমি।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভায় সাঙ্গু নদী তীরবর্তী মাঠে অনুষ্ঠিত খেলায় মোহাম্মদ নগর ফুটবল একাডেমি ট্রাইব্রেকারে পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্রকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার আনিস।

এর আগে বিকেল ৪টায় বেলুন উড়িয়ে দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি ও সাবেক ফুটবলার বশীর উদ্দিন খান মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন দোহাজারী প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দীন বাবলু, দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শাহ্ আলম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আসকর খান বাবু, শওকত খান সাকু, দোহাজারী ফুটবল খেলোয়াড় সমিতির সদস্য মো. ফেরদৌস, মো. মামুন, মো. ওয়াসিম, মো. শিমুল, আরিফুল ইসলাম সুমন, মো. এনাম, মো. শিপন, মুহিম বাদশা, মো. মাহাবু, মো. রিমন, মো. আবুল হাসান প্রমুখ।

আরও খবর

Sponsered content