প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৫ , ৭:০৪:৪৭ প্রিন্ট সংস্করণ
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মো. আব্দুল হালিম ও অফিস সহায়ক বীর মুক্তিযুদ্ধা মজিবর রহমান (মানিক) এর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার সকালে সাতপোয়া ইউনিয়নে অবস্থিত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে (অবসরজনিত) এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক আমিনুর ইসলাম, সুরুজ্জামান, ফারুক হোসেন, নাজমুন্নাহার, ইংরেজী শিক্ষক সাজ্জাত হোসেন, আরিফুল আজম (সেলিম), সুলতান মাহমুদ প্রমুখ।
এছাড়া সরকারি আশেক মাহমুদ এর প্রভাষক রবিউল ইসলাম (রূপচান) এর সঞ্চালনায় অনুষ্ঠানে মোনালিছা কিন্ডারগার্টেন এর পরিচালক আনোয়ার হোসেন এবং ২০০৫-২৪ সাল পর্যন্ত প্রাত্তন শিক্ষার্থী ফরিদুল, সজিব, সেলিম, আবু সাইদ, নাজমুল, জাকির, জাহিদুল সহ অভিভাবক ও প্রতিষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ-সময় উপস্থিত মন্ডলীরা অশ্রুশীক্ত কন্ঠে বক্তব্য প্রধান করে ঐ শিক্ষক ও অফিস সহায়কের গলায় ফুলেল মালা পড়িয়ে ও সম্মাননা স্মারক দিয়ে তাদের বিদায়ী সংবর্ধনা জানানো হয়।