দেশজুড়ে

পাহাড়ী বাঙ্গালীর সেবায় বাংলাদেশ সেনাবাহিনী, লংগদু জোন

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৫ , ৭:২৩:০৪ প্রিন্ট সংস্করণ

পাহাড়ী বাঙ্গালীর সেবায় বাংলাদেশ সেনাবাহিনী, লংগদু জোন

রাঙ্গামাটি পার্বত্য জেলার দূর্গম লংগদু জোনের আওতাধীন এলাকায় পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে হারমোনিয়াম, সেলাই মেশিন ও এতিম খানায় মশারি বিতরণ করেছে লংগদু জোন।

বাংলাদেশ সেনা বাহিনী লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি, উপজাতীয় সাংস্কৃতিক সংসদ প্রতিষ্ঠার জন্য একটি হারমোনিয়াম , শেফালী চাকমাকে একটি সেলাই মেশিন ও ইসলামাবাদ হরকুমার কারবারি পাড়া এতিমখানার এতিম ছাত্রের জন্য – মশারী প্রদান করেন।

উল্লেখ্য যে, সেনাবাহিনীর এধরনের  কার্যক্রম পাহাড়ের পাহাড়ি বাঙ্গালী উভয়ের মাঝে শান্তি সম্প্রীতি বজায় রেখে ভ্রাতৃত্ববন্ধনের সৃষ্টি করছে বলে মনে করেন এলাকার সচেতন মহল।

তারা বলছেন,  জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি কাজে সেনাবাহিনী এগিয়ে আসছেন, ফলে পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষগুলো শান্তি সম্প্রীতির মাঝে বসবাস করছে।

এসময় সেবাগ্রহীতারা জোন কমান্ডারের এমন উদ্যোগের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের ভূয়সী প্রশংসা করেন।

আরও খবর

Sponsered content