ঢাকা

আশুলিয়ায় গণঅধিকার পরিষদের কর্মী সম্মেলন 

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৫ , ৭:১৭:১৬ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় গণ অধিকার পরিষদের কর্মী সম্মেলন 

আশুলিয়ায় গণ অধিকার পরিষদের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ধামসোনা ৬নং ওয়ার্ড এর ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। 

শুক্রবার বিকালে আশুলিয়ার ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড গণ অধিকার পরিষদর (জিওপি) এর উদ্যোগে এই কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী ও ঢাকা জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মো: শেখ শওকত হোসেনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া থানা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক মো: উজ্জল হোসেন ভূঁইয়া। 

বিশেষ অতিথি থানা-গণঅধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক মো: নজরুল ইসলাম, ঢাকা জেলা উত্তর-যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: আরিফ আহম্মেদ, ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অর্ণব কুমার এর উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধামসোনা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো: মারুফ আকন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ নেতা মো: হালিম মাষ্টার, মো: রুহুল আমিন, মো: আশরাফুল ইসলাম ও মো: শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content