দেশজুড়ে

সুন্দরবন সংলগ্ন এলাকার জেলে পরিবারকে জাল ও নৌকা দিলো কোস্টগার্ড

  প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৮:২৬:৪৮ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ১০টি অসহায় দুস্থ জেলে পরিবারকে নৌকা মাছ ধরার জাল দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার সকালে বাগেরহাটের মোংলা, খুলনার কয়রা সাতক্ষীরার কৈখালী এলাকার এসব জেলে পরিবারের সদস্যদের হাতে নৌকা মাছ ধরা জাল তুলে দেন মোংলা  কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলম, এনইউপি, পিসিজিএম, পিএসসি, বিএন।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাহমুদ সাব্বির জানান, বিসিজি বেইস মোংলার মাধ্যমে মোংলা, কয়রা, কৈখালী এলাকার ১০টি পরিবারকে মাছ ধরার জাল নৌকা বিতরণ করা হয়। দেশে সার্বিক ঘূর্ণিঝড়সহ সকল অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতিতে সুন্দরবন সংলগ্ন এলাকায় অসহায় দুস্থ মানুষের মাঝে কোস্টগার্ডের এই সাহায্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আরও খবর

Sponsered content

Powered by