দেশজুড়ে

সিংড়ায় শীতার্তদের মাঝে ডাক্তার ফারজানার শীতবস্ত্র বিতরণ

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৫ , ৫:২২:০৫ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় শীতার্তদের মাঝে ডাক্তার ফারজানার শীতবস্ত্র বিতরণ

নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত গ্রামের অসহায় শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করছেন বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান দীপ মেডিকেল সার্ভিসেস এর স্বত্বাধিকারী ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি। 

চলমান শীতের শুরুতে তিনি উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ পৌর শহরের বিভিন্ন দরিদ্র এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রম শুরু করেন। এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডাক্তার ফারজানা।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, স্থানীয় পল্লী চিকিৎসক  মো. ইদ্রিস আলী, পল্লী চিকিৎসক মো. সবুজ আলী, শাহাদত হোসেন, সমাজসেবক আলাউদ্দিন আকন্দ, মো. শফিকুল ইসলাম শেখ, আব্দুর রউফ ফকির প্রমুখ।

ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি। ছোট পরিসরে এ বছর আমি ২০০টি শীতার্ত ব্যক্তির হাতে শীতবস্ত্র তুলেছি দিয়েছি। আমার ব্যক্তি উদ্যোগে এটুকু সহযোগিতা কিছুটা হলেও অসহায়দের কাজে লাগবে। আগামীতে এ ধরনের উদ্যোগ অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

আরও খবর

Sponsered content