দেশজুড়ে

পাইকগাছায় অনলাইনে পাঠদান পরিকল্পনা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৮:২৩:৩৫ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান পরিকল্পনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন এর স ালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক কবির আহমেদ ও মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা। সভায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় ইউএনও খালিদ হোসেন বলেন, মহামারী করোনা আমাদের সবকিছু স্থবির করে দিয়েছে। বিশেষ করে গত কয়েক মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে মেয়েদের লেখাপড়া ব্যহত হয়েছে। করোনার কারণে কোন শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে এবং লেখাপড়া বন্ধ করে অন্য দিকে ধাবিত না হয় সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। এই সময়ে কোন শিক্ষার্থী যেন বাল্যবিবাহের কবলে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন করোনার মধ্যে ও আমাদের সবকিছু স্বাভাবিক রাখতে হবে, স্বাস্থ্যবিধি মেনে সকল কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে লেখাপড়ার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে এবং এই সময়ে শিক্ষার্থীরা যাতে বাড়িতে অলস সময় পার না করে লেখাপড়া অব্যাহত রাখতে পারে এজন্য করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের জন্য অনলাইনে পাঠদানের বিশেষ ব্যবস্থা করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যাতে অনলাইন পাঠদান কার্যক্রমের আওতায় আসে তার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে কঠোর নির্দেশনা দেন ইউএনও এবিএম খালিদ হোসেন ।

আরও খবর

Sponsered content

Powered by