প্রতিনিধি ৭ আগস্ট ২০২০ , ৭:৫৪:১৭ প্রিন্ট সংস্করণ
বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার ২ নং কুকুয়া ইউনিয়নের অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩ ( ওজওউচ-১১১) এর আওতায় বরগুনা আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের রাস্তাটি কুকুয়া ইউনিয়ন পরিষদ থেকে তালুকদার বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তাটি সংস্কারদাবী ইউনিয়নবাসীর। গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তাটির আজও চরম দুর্দশা, দেখার কেউ নেই। অত্র এলাকার সমাজ সেবক মো. রেজাউল করিম জানান, চাওরা- হলুদিয়া-কুকুয়া এই তিনটি ইউনিয়নের যাতায়াতের একমাত্র এই রাস্তাটি। অত্র গ্রামের মানুষ বাজারমুখী হতে হলে এই রাস্তাটি ব্যবহার করে যেতে হয় বাজারে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যেতে হয়, কিন্তু এলাকায় জনবহুল থাকার কারণে মানুষের আসা-যাওয়ায় যাতায়াত ব্যবস্থা আরো অনুপোযোগী হয়ে পড়েছে রাস্তাটির অতি শীগ্রই পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাছাড়া বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন বরগুনায়। তাই মাননীয় সংসদ সদস্যর এখানে একটু মানবতার দৃষ্টি কামনা করেন এলাকাবাসী। কারণ অত্র এলাকায় নেই কোন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এই রাস্তা দিয়ে আশ্রয় শ্রেন্দ্র যেতে অনেক মানুষকে প্রান দিতে হয়েছে। বর্ষার সময় আসলেই কাঁচা রাস্তাটিতে নালা খন্দের সৃষ্টি হয় এবং কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ কারণ কৃষ্ণনগর গ্রামের লোকজনের আজিমপুর বাজার ও আমতলীতে যেতে হলে যাওয়া এবং আশার এই রাস্তা। তাছাড়া এই রাস্তা দিয়ে যেতে হয় শিক্ষার্থীদের আজিমপুর গার্লস স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, এবং অত্র ওয়ার্ডের জনসাধারণের স্বাস্থ্যসেবার জন্য যেতে হয়। বহু আগেই এই রাস্তাটি পাকা হওয়ার দাবিদার থাকলেও আজ পর্যন্ত হয়নি । অত্র গ্রাম থেকে লেখাপড়া করতে আসা হাজারো শিক্ষার্থীরা না হয় করোনার কারণে এবারের মত দুর্ভোগ থেকে রেহাই পেল কিন্তু হালটের রাস্তা দিয়ে গাড়ি, মটরসাইকেল, অসুস্থ ব্যক্তি, শিক্ষক ও জনসাধারণ কিভাবে চলবে? একটু বৃষ্টি হলেই দুর্ভোগের সীমা থাকেনা। তাই এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।