ময়মনসিংহ

সরিষাবাড়ীতে ২০টি মোবাইল ফোন উদ্ধার 

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ৫:৩৭:২৬ প্রিন্ট সংস্করণ

সরিষাবাড়ীতে ২০টি মোবাইল ফোন উদ্ধার 

জামালপুরের সরিষাবাড়ীতে ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার সকালে থানা প্রাঙ্গণে এসব মোবাইল হস্তান্তর করা হয়। 

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৩৪টি মোবাইল ফোন জিডি মুলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব‍্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ২০টি মোবাইল উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার ও সরিষাবাড়ী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. চাঁদ মিয়া, এস আই মোস্তাক আহমেদ, এস আই সাইফুল ইসলাম ও এস আই সোহেল উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content