দেশজুড়ে

খেলাধুলার মাধ্যমে পাহাড়ের সম্প্রীতি ফিরে আসবে- লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৩:৫১ প্রিন্ট সংস্করণ

খেলাধুলার মাধ্যমে পাহাড়ের সম্প্রীতি ফিরে আসবে- লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান

“ক্রীড়ার ঐতিহ্যে ফিরে আসুক বান্দরবান” এই স্লোগান কে সামনে রেখে বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান সম্মিলিত ক্রিড়া পরিষদের আয়োজনে শেষ হলো উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।

এসময় তিনি বলেন  প্রানবন্ত ভাবে জেলার ৭ টি উপজেলা হতে ভলিবল খেলোয়াড়েরা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।যদিও প্রতিটি টিমেই হায়ার প্লেয়ার ছিলো তবে টুর্নামেন্টের আয়োজনের মূল কারন হলো আগামীতে যেনো আমরা নিজেদের প্লেয়ার নিয়েই খেলাই অংশগ্রহণ করতে পারি।টুর্নামেন্টের মাধ্যমে উপজেলাগুলো হতে উদিয়মান নতুন খেলোয়াড় তুলে আনা সম্ভব হবে।আগামীতেও খেলাধুলা ও ক্রীড়ার উন্নয়নে সেনা জোনের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।

এবারের টুর্নামেন্টে জেলার ৭ টি উপজেলা হতে ৯ টি পুরুষ ভলিবল দল ও ২ টি নারী ভলিবল দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টের  পুরুষ বিভাগে  ফাইনালের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বীতায়  আলীকদম উপজেলার দুরন্ত চৌমুহনী ভলিবল দল,  বান্দরবান সদর উপজেলার  লাইমি পাড়া ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে 

মহিলা বিভাগে বান্দরবান জেলা পুলিশ মহিল দল  সদর উপজেলা মহিলা দল কে ২-১ সেটে  পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।

টুর্নামেন্টের আয়োজন নিয়ে বান্দরবান সম্মিলিত ক্রিড়া পরিষদের সভাপতি,টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, আজহারুল ইসলাম বাবুল বলেন  বান্দরবান জেলার পিছিয়ে পড়া ভলিবল খেলাকে আবারো জনপ্রিয় করতে উপজেলা ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।এর মাধ্যমে আমরা মাঠ হতে আরো উদিয়মান খেলোয়াড় তুলতে পারবো।

বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের এই আয়োজনের মাধ্যমে আবারো জেলায় ভলিবল খেলার জনপ্রিয়তা ফিরে পাবে বলে জানান টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার  মেজর এম এম ইয়াসিন আজিজ, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সহ স্থানীয় চেয়ারম্যান বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন হেডম্যান, কারবারি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content